তোমার অশ্রু ধারায় প্লাবিত নদী
ডুবিয়ে দিক আমায়,
সলিসমাধি হোক এ মনের
কিছু লিখে যাবো মোহনায়।

সে লেখার কৌতুহলে উকি দেবে
        ম্যানগ্রোভ এর জড়,
ডাক পাঠাবে পাতায় পাতায়
              চিঠি লিখে।

যদি কোনো বিহঙ্গ
        কিংকর্তব্যবিমূঢ়
নিয়ে যায় সে পাতা
        ডানায় করে,
ভাসিয়ে দেয় আকাশ থেকে
         ভুল করে,
তুমি জানালা দিও খুলে,
পাতা - রে বুকে ধরে
এক বিন্দু অশ্রু জলে,
      মুক্তি দিও তারে।