প্রেমটা সহজাত,
জমে ছিল গন্ধলির কাণ্ডে
কিম্বা পাতায় অন্তর্নিহিত
যা কুঁড়িতেও প্রসারিত।
সেই প্রেমের তাড়নায়
কুঁড়িও হতে চায় প্রস্ফুটিত,
লালে হলুদে বিকশিত,
পূর্ণাঙ্গ প্রেমের সুবাসে
মাতিয়ে আকাশ বাতাস
খুঁজে পেতে নিজের পরিচয়।
কিন্তু অবুঝ বৃতি
আসক্ত কুঁড়ির প্রতি,
আস্টে পিষ্টে জড়িয়ে,
কুঁড়িরে রাখে ধরে,
যদি ঝরে পড়ে।
ঘুম আসেনা কুঁড়ির,
অপেক্ষায় বৃতির ক্লান্তির,
ফুটবে কোনো এক ভোরে।।
*************
বইমেলার বই (বিবিধ)
আমি বইমেলার বই
ওলি গলির জঠর হতে
মেলায় প্রকাশ হই।
আমি তীব্র আলোয় চমকে উঠে
ভিড়ের পায়া গুনি,
বাবা মায়ের শব্দ খুঁজে
পিসির ডাক শুনি।
আমি ধুলোর আবির গায়ে মেখে
বিজ্ঞদের খুঁজি,
নেল পালিশের গন্ধ চেপে
বই পোকাদের বুঝি।
আমি দূরের কোনায় হলুদ পাখী
গিটার বাজায় দেখি,
কুড়িয়ে রাখি সব কাহিনী
আবার যদি লিখি।