তোমার চুড়িদার-এ আঁকা ছিল পাখী,
আমার কল্পনায় সে ডানা প্রসারিত।
তোমার মন মাতানো গন্ধ, যেনো সেই পাখির,
আমার অন্তরে বাহিত।
ব্ল্যাকবোর্ড থেকে ভেসে আসা চকের গুড়ো
বসেছিল তোমার চুলে।
কেমন জানি টানে, নিশ্বাসে - ও ওড়ে
ঢিপ ঢিপ করা বুকে
আলতো করে ছুলে।
তোমার সেই রাগ, খোলা পিঠে ডট পেন,
দুষ্টু সেই টোকা,
অস্বীকার করে সব অনুরোধ,
পেনের বদলে আঙ্গুল,
বড়ই একরোখা।
তুমি কেঁপেছিলে, সেতো রাগেও হয়,
কিন্তু সে ছোয়ায় অনুভূত ভয়।
স্তব্ধ আমার শ্বাস, পাকস্থলী কাঁপে,
প্রসারিত হৃদয়।।