আমি জানি তুই পরিযায়ী।
তুই যাস দূর দেশে,
উষ্ণতা খুঁজে
হেঁসে কেঁদে ভেসে,
ভাড়াটে ডালে, তোর ঘর অস্থায়ী।
কিন্তু তোর মন আছে পড়ে ঠিক এইখানে।
তোর প্রথম ডানা মেলে ওড়া,
সূর্যের আলোয় স্নান করা,
কিংবা উড়ে আসা জল পোকা ধরা,
স্মৃতিতে রয়েছে গাঁথা
নিউরোন সুতো দিয়ে, আনমনে টানে।
বলেছিলিস ফিরবিনা, কিন্তু
আসবি তুই ফিরে।
তোর ডানায় সাজিয়ে দেবো পালক,
শুধু দেখ পাস ফিরে।
আর যদি পথ জাস ভুলে,
তবে সূর্য কে দিস ঢেকে,
সুদীর্ঘ উষ্ণতায় সব রং ফিকে,
পরিচয় হারিয়ে যায় পরিযায়ী ভিড়ে।