এক দুই করে একাত্তরে
প্রতিষ্ঠিত আমেদকারে,
নিয়ম করে লালন করে,
ভুলেও যদি পালন করে,
অবোধ অবাধ পঠন করে
প্রজাদিগের তন্ত্রে।
তবে বললে প্রজা
নয় সে সোজা,
তোমার আমার চক্ষু বোজা,
প্রতিষ্ঠিত রাজার বোঝা।
মাগুর শিঙ্গির বাসনাতে
নুড়ি কাঁকর পড়ছে পাতে,
সাদা টুপির মন্ত্রণাতে,
কর্কটের যন্ত্রণাতে,
ছাইপাশ সব জমছে খাতে
ফিতা কৃমি ঘর বেঁধেছে
জনগণের অন্ত্রে।
বললে কথা
দেবে ব্যাথা
দাদা দিদির ভীষন গোঁসা,
গঙ্গাজলে বোতল ভরে
দুধের শিশুর আঙ্গুল চোষা,
শুদ্ধিকরণ দিনের শেষে
সাদা সবুজ গেরুয়া বেশে
হবে হাকিম শাহের চোষ্য পোষা।
আলতো করে লেজটা নেড়ে
পায়ের ধুলো মাথায় ঝেড়ে
রংবাজি সব পাড়ার মোড়ে
বুকের পাটায় স্লোগান সেঁটে
একাত্তরও (ইঞ্চি) যাবে ছেড়ে।।
রাজার শাসন পাবে হাতে,
মাগুর শিঙ্গি তোমারই পাতে,
রাখাল কাঙাল তোমার প্রজা
হিসেব নিকেষ মিলে গোঁজা
কৌটো তোমার উপচে পড়ে
ঘুমও শুধু বলিস ধরে।।
ভুলেও যদি স্বপ্নে আসে
প্রজাতন্ত্রের হাতছানি
শুদ্ধিকরণ আবার হবে
শুধু দলাদলির হয়রানি।।