ভালোবাসা মানে কি পাওয়া,
নাকি সব ছেড়ে যাওয়া?
ভালোবাসা মানে কি ভালোলাগা,
নাকি প্রতি ঘাতে ব্যাথা না পাওয়া?
ভালোবাসা মানে কি কিছু হতে চাওয়া,
নাকি কিছুই হতে না পারা?
ভালোবাসা মানে কি দাগ কেটে যাওয়া,
নাকি পুরনো দাগ গুলো মুছে ফেলা?
ভালোবাসা মানে কি দেওয়া নেওয়া,
নাকি অচেনা অবহেলা?
আসলে ভালোবাসা মানে অনেক কিছুই,
যার জন্ম এই মন মাটির বিশ্লেষণে।
এবং তা যদি রিতি নীতি আর ক্ষতি তে আটকে থাকে,
তবে তা ভালোবাসা নয়, চেষ্টা যদিও প্রাণপণে।
হ্যাঁ, এটাও আমার মতামত,
তোর টা না হয় তোর থাক।
কিন্তু এই শেষের টানে আমার টা নাহয় জেনে রাখ।
ভালোবাসা হলো লাভ ক্ষতির উর্ধ্বে,
নয় নিছক দেওয়া নেওয়া।
ভালোবাসা হলো নিঃসার্থ কর্তব্য,
কঠিন হলেও সত্য টা মেনে নেওয়া।
ভালোবাসা হলো টান যা দিয়ে বাস্তব যায় না ধরা।
ভালোবাসা হলো আমার মেয়ে,
যা দিয়ে এই বুক ভরা।