কাল থেকে আমি আর আমি থাকবোনা,
হয়েই যাবো আঁতেল।
আর কখনো তোমার দিকে তাকাবই না,
যে টুকু করবো নিজের তরে,
কাউরে দেবনা তেল।
কখনো আমি মাছ হবো, জলে সাঁতার দেবো
কিন্তু জালে দেবনা ধরা।
কখনো বা পথের ধারে রকের ওপর শবো,
যেমন শুয়ে থাকে শ্মসান পথের মড়া।
কখনো বা হবো পাখী, সুকান্ত সেতু থেকে
নীল আকাশে দেবো উকি।
কখনো বা পথের ভিকিরি কে ৫ টাকা দেবো,
যদিও দুটো Navycut কেনা বাকী।
সকাল বেলা ঘুম থেকে উঠে
চিৎকার করে বলবো ' আমি আঁতেল'।
' হ্যাঁ হ্যাঁ সেইদিন থেকে '।
যেদিন থেকে তুমি দাওনা আর উকি
বৃথাই টেপা কলিং বেল ।
(2004 - Kolkata)