উপড়ে ফেলবে টান মেরে
এত সহজে
যতটা তোমার দেশ
ততটা আমারও যে।
যাদের বলে বলীয়ান তুমি
তাদেরই দেখাও ভয়
সাধু সেজে মহারাজ
করবে তাদেরই নিরাশ্রয়?
আসলে উলঙ্গ রাজা
ব্যর্থ তোমার শাসন
দেশের মানুষ অর্ধাহারে
শুনছি বেহালা বাদন।
আমরা তো চাই বলুক রাজা
থাকবেনা কেউ ভুখা পেটে
একটাও শিশু মরবেনা আর
কোনো অপুষ্টিতে।
আসল সত্য ঢাকতে তোমরা
অনেক গল্প বানাও
ধর্মতাসে করো বাজীমাৎ
বিদ্বেষ বিষ ছড়াও।
আমরা চাই, না থাকুক বিভেদ
কোনও ধর্ম আর জাতপাতে
চাই বেঁচে থাকার অধিকার
সবাই মিলে একসাথে।
তবে রাজা শুনে রাখো
আমাদেরও কথা
লাগলে আগুন পুড়বে সবাই
বাঁচবেনা কোনও মাথা।