আঁচার দাদু হজমীগুলি
সেই টিফিনবেলা
হারিয়ে যাওয়া একটি কিশোর
হারানো সেই স্কুলবেলা।
ছুটির ঘন্টা নীলডাউন
আর বেতের বারি
স্কুল ফেরত অনেক ঘুরে
নিজের বাড়ি।
বছর শেষে অনুষ্ঠান
রিহার্সালে ক্লাস ছুটি
অঙ্ক খাতায় ইচ্ছেমত
গোল্লা আর কাটাকুটি।
হঠাৎ ছুটি উল্লাসে
এক চোখেতে নীরবতা
ভুলে যাওয়া বন্ধু কত
কত টুকরো স্মৃতিকথা।
শিপ্রাদি কি গাইতে পারে
আগের মতন করে?
না ছুটলে কি তিমিরদা
লাঠি দিয়ে মারে।
রুমাদির অঙ্ক গুলো
ঠিক মিলে যায় একেবারে?
ইন্দুদা সুধীর দাকে
আজও খুব মনে পড়ে।
এখনোকি স্কুল সাজে
পঁচিশে বৈশাখে
নাম ভোলা বন্ধু কত
আজও চেনা নামে ডাকে।
মিলিয়ে যাওয়া একটি কিশোর
আজও খুঁজে চলে
ইচ্ছেমতো সে চলে যায়
পুরোনো ইস্কুলে।