পঁচিশে বৈশাখেই

অবশেষে ভালোবেসে,
বৃষ্টি নামল শহরে।
টিপ টিপ জলছবি সুখ
ট্রাম লাইনের পাঁজরে।

উথালপাথাল দমকা হাওয়া,
আম কুড়োনোর পালা
টুপটাপ খসে পড়া
কোন সে ছোট্ট বেলা।

জল থৈ থৈ ঢারিদিক
আমাদের ছোট নদী চলে,
থমকে যাওয়া একটা সময়
ব‍্যস্ত ট্রাফিক সিগনালে।

বুকের ভিতরে দুরু দুরু
আওয়াজ শুনি বাজের;
চোরাগলিতে হারিয়ে গেছে
একটা নৌকা কাগজের।

একটি কিশোর  উড়ে যায়
বিকেলবেলার ঝড়ে,
উড়তে উড়তে কখন সে লোক
এই অচেনা শহরে।

কত পথ অলিগলি
শৈশব গেছে হারিয়ে,
পথই জানে পথের হিসাব
কে দেয় হাত বাড়িয়ে?

খুঁজে পাওয়া নতুন করে
আজকে ধারাস্নান।
দুরে কোথায় বেজে ওঠে
রবিঠাকুরের গান।

বৃষ্টি নামে বিকেল বেলা
সন্ধ্যা নামার আগেই,
মিটে যায় যত দহন জ্বালা
পঁচিশে বৈশাখেই।