চৌকাঠটা একটু উঁচু
আগেই মেপে নিও
উঠোন জুড়ে
যতেক ধুলো
সময় থাকতে ঝেড়ে ফেলো।
নতুন বাড়ি নতুন ঘরে,
প্রতিটি পা হিসাব করে
ধৈর্য্য ধরে প্রতিটি কোনে
উদার এবং সরল মনে
বেহেমিয়ান চিন্তা ছেড়ে
গুছিয়ে রাখা ভালোবাসা
খরচ হিসেব করে।
জ্যামিতি শেখা নতুন করে
কোনটা সরল
কোনটা বক্র রেখা
পা মেপে দড়ির উপর
সোজা পায়ে হাঁটা
দাঁড়ি পাল্লা কাঁটায় কাঁটায়
সঠিক ব্যকরনে।
তাই বলি
সাবধানের নেই মার,
পা ফেলো সাবধানে।