নাইট ডিউটিতে

চিৎকার করে ডাকছিল।  
কে কোথায় আছো বাঁচাও‌‌ ,
বন্ধ দরজার ভেতর থেকে
পৌঁছায়নি সে আওয়াজ  
কারো কানে ,                    
নাকি বধির ছিল সবাই।
চোয়ালের কষ বেয়ে      
যখন রক্ত ঝরছিল
মাটিতে টেনে হিঁচ্‌ড়ে
আঘাত হানছিল বারংবার
একজন না কয়েকজন
লোলুপ দৃষ্টি,উদ্ধত পৌরুষ
হায়নার মত অট্টহাসিতে
ভরিয়ে দিচ্ছিল ভূলোক
আমরা বধির ছিলাম।  
যেমন থাকি চিরকাল।    
    
না কৃষ্ণ হয়ে আসেনি কেউ
তাকে রক্ষা করতে।
মেঝের উপর চিৎ হয়ে পড়ে ছিল
এক দলা মাংসপিন্ড
যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত|
অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজম্যহম্ ||            
পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুস্কৃতাম্ |
ধর্মসংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে  

হে ভগবান আজ তুমি কোথায়,তুমিও কি তবে দ্বিধান্বিত?
মহিমাশালীদের রোষানলের ভয়ে?
রাজপথে আজ মোমবাতি মিছিল
রং বেরং এর পতাকা নিয়ে প্রমানের চেষ্টা কে বেশী প্রতিবাদী।
চা এর কাপে তুফান যুক্তি তক্বোতে কেউ বা সন্দিহান
ঘন্টাখানেক ধরে।
ধর্ষন না আত্মহত্যা যুক্তি কার বেশী,
নাকি কোনো বয়ফ্রেন্ড জনিত...

যোনি তে আঘাত সংবাদের শিরোনামে ,
এই মুহুর্তের ব্রেকিং নিউজ সবার আগে জানাতে হবে
খুন করে ধর্ষন
না ধর্ষন করে খুন।
চুল চেড়া বিশ্লেষনে বাজার গরম।

যুগ বদলেছে,বদলাইনি আমরা, দূর্যোধন,ধৃতরাষ্ট্র উপস্থিত সবাই,
ক্লান্ত আজ ভগবান ।
কাগজে কলমে আমরা প্রগতিশীল আসলে লবডঙ্কা,
সবটাই মেকী ,ফাঁপা।
তাই নির্ভয়ারা
আজ ও নয় ভয়হীনা,
আজ ও তাদের ঘরে বাঁচেনা বেটি আজ ও তারা হতশ্রী।

সামান্য এই সুরক্ষাটুকু আমরা
পারিনি দিতে,যা রাষ্ট্রের দায়িত্ব।
হেন করেঙ্গে তেন করেঙ্গে
প্রতিশ্রুতি প্রচুর তো।
আসলে যে কাঁচকলা।
কথার কথা বলা,
কত ঘটনাই তো ঘটে দিনেরাতে
সব কি ধরতে আছে?
মানুষের স্মৃতি দুর্বল অতি
মাতবে নতুন কিছুতে।

শুধু ঘরে ঘরে জেগে থাকবে
সেই সব মায়েরা
যাদের মেয়ে নাইট ডিউটিতে।