খানিক আগেই যে লোকটা
রেললাইনের ধারে
দাঁড়িয়ে ছিল মরবে বলে
সেই লোকটাই এখন
বিড়িতে টান মারছে
আরাম করে।
লাইনে ঝাঁপিয়ে পড়ার
আগের মুহুর্তে
তার মনে হয়েছিল
খিদে পেয়েছে খুব।
অনেক কাল সে খায়নি
তড়িযুৎ করে।
ভাবামাত্রই
লাইন পেড়িয়ে চলে আসে
সে স্টেশন বাজারে।
দরদাম করে বাজার করে।
পরিপাটি রান্না শেষে
ভরপেট খেয়ে
বাড়তি খাবার
তুলে রাখে কালকের জন্যে।
তারপর বিড়ি জ্বালিয়ে বসে
খরচের হিসাব করে ।
জীবনের হিসাব
পালটে যেতে পারে
যে কোনো মুহুর্তে।
আমরা নিমিত্ত মাত্র।