মেয়ে আমার কালো
ওর মা বলে চাপা
বিয়ের বাজারে দরদাম
দাঁড়ি পাল্লায় মাপা।
মেয়ে আমার কৃষ্ণকলি
লেখাপড়াতেও ভালো
ফিরে গেছে অনেক ছেলে
তারাও যদিবা কালো।
কৃষ্ণকলি বলে থাক না মা
না হোক আমার বিয়ে
নিজের মতো থাকবো আমি
একা তোমাদেরকেই নিয়ে।
লুকিয়ে কাঁদে মা যে ওর
চিন্তা মেয়ের বিয়ে
আমি বলি থামো
ফেলনা নয় মেয়ে।
অবশেষে একদিন একপক্ষ
পছন্দ করল মেয়ে
বেশ কিছু শর্ত আর
অর্থের বিনিময়ে।
সবাই ডেকে বলে ,মেয়ে
তোর কপাল ভীষন ভালো
এমন ফরসা বর জুটবে
ঘরে দাঁড়ালে আলো।
ছেলে ও বলল তাকে
এদিক ওদিক ঠারেঠোরে
পছন্দ ঠিক ছিলনা
শুধু পয়সার জোরে।
কৃষ্ণকলি বলে বাবা
এ বিয়ে আমি চাইনা
অর্থের বিনিময়ে কিনতে
সবার এত করুণা।
আমি বলি বেশ
হবেনা এই বিয়ে
সবাই কী আর রবিঠাকুর
চিনবে কালো মেয়ে।।