মাঝখানেতে জলের বেড়া,
ও পারেতে সাতক্ষীরা।
এপারের পাখি ওপারে যায়,
যতই থাকুক রক্ষী পাহারায়।
ওটাও যে আমার দেশ,
একই ভাষা একই বেশ।
একই নদীর দুই পাড়,
নিষিদ্ধ এখন পাড়াপাড়।
সাতপুরুষের ভিটে পিতৃভূমি ধন্য,
ভাগ হয়ে যায় দেশ ভাগফল শূন্য।
মুছে যাওয়া কত আবেগ কত স্মৃতি,
সাক্ষী তার ভাগশেষ ইছামতি।