তোমার ছিল হলুদ শাড়ী
আমার পাঞ্জাবী
কি যেন সেজেছিলে তুমি
আমি ছোট্ট রবি।
কি একটা গান গেয়েছিলে
মনে পড়ে না আজ
চোখের মধ্যে লেগে আছে শুধু
হলুদ শাড়ির সাজ।
দেখা হতো রিহার্সালেই
তোমার উঁচু ক্লাস
ঘোরের মধ্যে কেটেছিল
সেই একটা মাস।
তোমারও কি মনে আছে
সেই ছোট্ট রবিকে?
আজও কি পরো হলুদ শাড়ি
পঁচিশে বৈশাখে।
তখন আমার কিশোরবেলা
হাল্কা গোঁফের রেখা
বুঝতে পারি তখন আমি
অন্য ভালো লাগা
সেদিন খুব কেঁদেছিলেম
স্কুল ফেরার পথে
তুমি তখন হাঁটছিলে
অন্য কার ও সাথে।
তুমি হেঁসে বলেছিলে
কি একটা যেন
পালিয়ে ছিলেম ছুটে
আর দেখা করিনি কক্ষনো
ছোট্ট রবি সে ছোট্ট নেই
চুল পেকেছে আজ
পড়লো মনে হলুদ শাড়ি
আজ পঁচিশে বৈশাখ।