এসো আরও একটু গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়াই
গড়ে তুলি মানবতার পাঁচিল।
বিভেদকারী আজ
সুযোগের অপেক্ষায়
এসো প্রতিরোধ বানাই।
শিড়দাঁড়া টানটান
চোখেতে রেখে চোখ
বলতেই হবে আজ
তোমরা নও আমাদের লোক।
ধরে ফেলেছি
তোমাদের অভিসন্ধি
ধরে ফেলেছি
মিথ্যার বেসাতি যত
তোমাদের মতে চলবোনা
বাঁচবো নিজের মত।
রাষ্ট্রকে তুলেছ আজ নিলামে
গনতন্ত্রও মানোনা
নিজের আখের গোছাতে ব্যস্ত তোমরা,
আমাদের ভালো চাওনা।
ভেবেছ বদলে দেবে
যা কিছু সংস্কৃতি?
তুমি কে হে কাজী-
ধর্মের নামে চলবে না আর
তোমার ধান্দাবাজি।
বাতাসে আজ ফিসফাস
অবিশ্বাসের ছায়া,
বারুদের গন্ধ
চেপে বসে বুকে।
দানবিক উল্লাসে
কাঁসর ঘণ্টা বাঁজে
উগ্ৰতার উন্মত্ততায়
চাপা পড়তে চায় মানবতা।
আজ সময় এসেছে ভাববার
সময় হয়েছে বেছে নেবার
নিজের মতন বাঁচবো
স্বাধীন ভাবে নাকি
গলা বাড়াবো হাড়িকাঠে।