চালে বাছবো কাঁকড়
না কাঁকড়ে বাছবো চাল
মনটা বড় অস্থির
বড়ই দোলচাল।

রাবন কি হতেই হবে
লঙ্কায় গেলে
বদলে যায় মুখ শুধু
মুখোশের আড়ালে।

রাজনীতি তো রাজার নীতি
রাজা,যাদের জন্য
তারাই যদি গৌন হয়
রাজা তবে শূন্য।

পিঠ ঠেকেছে দেওয়লে
ঠকতে ঠকতে বারংবার
জেনো একেকটা স্ফুলিঙ্গ
হয়ে উঠবে বারুদের অঙ্গার।

আগুন আমরাও ভালোবাসি
যতই তুমি খেলো আগুন নিয়ে
আগুন জানেনা  রাজা প্রজা কে ?
লঙ্কা জ্বলে সেই আগুন দিয়ে।

ভেবেছো চিরটাকাল রাখবে
হাতের মুঠোয় বন্দী
বদলেছে দিন,জেনে রেখো
জেনে গেছি সব ফন্দি।

সেইদিন খুব দূরে নয়
সন্ধ্যাদ্বীপ জ্বলবে মশাল হয়ে
এগিয়ে আসবে লাখো মানুষ
মিছিলের পায়ে পায়ে।


বিশ্বাস করি এখনো আমরা
বিশ্বাস কেনা যায় না।
সব মানুষই জো হুজুর নয়
সবাই বিকিয়ে যায় না।