তেল মাখা বাঁশে
বাঁদর যত টা ওঠে
ঠিক ততটাই নামে।
অঙ্কটা কঠিন।
ওপরে উঠতে গেলে
নামতেই হয় নিচে।
আর যে যত নামে
সে তত ওঠে।
জটিল অঙ্কের ধাঁধার
উত্তর মেলানো কঠিন।
আর এই ওঠা নামা বাদ দিয়ে
পরে থাকে
তেল আর বাঁশ।
বাঁশ এর কথা ছেড়েই
দেওয়া যায়
কারন তার প্রয়োজনীয়তা
পরের জন্য।
কিন্তু তেল
অতি মহার্ঘ্য বস্তু
সঠিক স্থানে
ব্যবহার করতে হয়
না হলে
কোনো অঙ্কই মেলেনা কোনোদিন।
অঙ্কটা সত্যিই কঠিন।