আমার চাওয়ায় কি আসে যায়
মূল্য কি তার তোমার কাছে বল।
তবু তোমার আসা যাওয়া
আমার সুখ দু:খ ছল ছল।

তুমি তোমার সুখেই যাও ভেসে যাও
ঢেউ করে উতল।
বাতাস বাজায় তোমার সে সুর
কুল কুল কুল কুল।

আমি আমার আপন মনে
ভালবাসার অবুঝ টানে
তোমায় বাধি আমার প্রাণে
হৃদয় জুড়ায় তোমার গানে
তোমার এসব নাই পরোয়া
তুমি আছ তোমাতেই মশগুল।

মাতাল সম উথাল পাথাল
ছুটে চলার নাই তো বিরাম
ভাসিয়ে নদী ভাংছো যে গ্রাম
উদাস তুমি তোমাতেই উৎফুল।

আমি দেখ ঘর ছাড়া হয়
কূল ছাড়া হয়, হয় যে সর্বহারা
তাতে তোমার কি আসে যায়
নাই তো তোমার সাড়া
আমি অবুঝ শিশুর মতই করি শুধু ভুল।

অথৈ আষাঢ় ভরা ভাদর
ভিজাও ভাসাও এই তো আদর
ফাগুন এলে কোথায় হারাও
এই হৃদয়ে আগুন ধরাও
তখনো তোমায় পাবার জন্যে হই আকুল।