আমিও তোমাদের জ্ঞাতি, তোমাদের ই জাতী
তোমাদের ই সমাজের।
তোমাদের প্রভু সাজার জন্য
আলাদা বেশ করেছি নিজের।
এই প্রকৃতি ই আমার ও জনক
বাঁচি বাড়ি এই প্রকৃতিতেই
প্রকৃতির হতে সবকিছু নিয়ে
আঘাত করি এ প্রকৃতি কেই।
তোমরা যেমন বনে তে চরো
উড়ে ফিরো আকাশে
খাবার পেলেই খুশি থাকো
বাসা বাঁধো বাঁচার তাগিদে
বংশ বিস্তার মৈথুন তৃষ্ণা
সবই তোমাদের আছে
টেকনোলজি নাই বলেই তো
তুচ্ছ খেলনা প্রকৃতির কাছে।
আমিও তোমাদের মতো
প্রকৃতির হাতে বন্দি
নিজেকে নিয়ে বাঁচার জন্য
তৈরি করেছি নানা ফন্দি।
নিজের রাজত্ব গড়ার আশা ই
কঠোর শ্রম রাত্রি দিন
সকল কে করাতে মাথা নত
আমি যে শান্তি হীন।
মুক্ত থাকতে গড়ি না সংসার
যৌনতা করি করি না বংশ বিস্তার
যা কিছু করি পৃথিবীর বুকে
সব কিছুতেই নিজ স্বার্থ থাকে।
তোমাদের চেয়ে সভ্য বলেই
পাল্টে ফেলেছি বেশ
কত ক্ষমতা কত সম্মান পাই
কত সাধু কত দরবেশ।
ছাড়তে পারিনি পশুত্ব তবু
হয়েছি তৃষিত অত্যাচারী প্রভু।
যত যাই করি নেই নিস্তার
তবু প্রকৃতির হাতে বাধা শিকার।।
০৩/০৫/২০২০