সেই আমার গোলাপ পাপড়ি ঠোঁট
জল জলে সেই তারার মত চোখ
তীরের ফলা নোলক পরা নাক
দুধে আলতা আমার গায়ের তক
ভালোবাসার ঢেউ খেলানো শরীর
কমলা রঙে পাড় বাধানো শাড়ির।
প্রেমিক মনের ঘ্রাণ মাখানো স্বাধীন কাল চুল
কিশোরীর হাসি মাখা খোপাই বেলি ফুল।
এ হৃদয় কারো নতুন প্রেমে মেতে
গোপন আনন্দে খেল ছিলো দুল দুল।
হঠাৎ দুরে র গ্রাম হতে দেখতে এলো সে
আমাকে দেখে ভালো লাগলো প্রথম দেখাতে
ভালো বেসে পরিয়ে দিলো অচেনা হাতে আংটি
হাসি মুখে জানতে চাই লো শুধুই আমার নামটি।
আমার গোপন প্রেমের খবর কেউ জানতো না
এক জনই যে জানতো সে ছিলো বেকার ছোড়া।
যে অচেনা এসেছিল দেখতে আমাকে
ধনে মানে সবার কাছে যোগ্য ছিলো সে।
কিন্তু আমার মন বেকার ছোড়ার প্রেমে অচেতন
বেকার এর প্রেম ছিলো বড় দুর্বার
অনেক যুদ্ধে জয়ী হলো সে প্রেম আমার।
প্রেমে টলমল সংসার হল শুরু
হাজার স্বপ্নে হৃদয় দুরুদুরু
কিছু দিন পর স্বার্থের কাছে প্রেম গেলো নিপাত
অর্থের জন্য বেকার এখন ছুটে চলে উন্মাদ।
দুরুদুরু ভালোবাসা পেয়ে তার সুখের আশা
ভয় সং সয় ভুলে স্বার্থে বাঁধলো বাসা।
তাকে বুকের থেকে পেড়ে বিশ্বে দিলাম ছেড়ে
এদেশ ছেড়ে বিদেশ গেলো এ বুক শূন্য করে
হঠাৎ চুপি সারে অচেনা এক জ্বরে
নিয়ে গেলো আমায় রেখে তাকে পর পারে।
এখন আমার একলা ঘরে শুধুই অন্ধকার
সুখ স্বপনের হৃদয় ভরে আছে হাহাকার।
আজো সেই আংটি টা অভিশাপ হয়ে আছে
মরে যাওয়া হৃদয় টা কে তপ্ত আঁচে ভাজে।
৩১/০৫/২০২০ ইং