পৃথিবী রাজ্য ঘুরে মন রাজ্যে হল বোমা বাজি।
আতংক প্রতিটি অলিতে গলিতে খোশ গল্পে
আতংক শিরায় শিরায় স্পন্দিত এ শরীরে।
ছিন্ন বিচ্ছিন্ন ছিটকে পড়া অঙ্গ সিটকায়ে রয়েছে
রক্ত কাদায় বস্ত্রে জুতা তে মস্তকে সৃষ্ট বদ্ধভূমি।
পঞ্চ ইন্দ্রিয় সুগঠিত দেহ নিয়ে ভাবছে মস্তিষ্ক
কোন খানে এক মুহূর্ত আশ্রয় পাবে না সে।
অশান্ত নীরবতা মূর্ছনা দেবে প্রতিটি মানব হৃদয়ে
যাদের প্রচেষ্টাই এ হত্যা যজ্ঞ সে সব শকুনেরা
নিকৃষ্ট অন্তর নিয়ে উল্লাস করছে বদ্ধ ভূমি দেখে।
হাম ড়ে কামড়ে খাবে গলিত অঙ্গ প্রত্যঙ্গ হৃদয় সহ
রক্ত চুষে চুষে লেলাইত করবে লোলুপ জিহ্বা।
তসবি জপছে বিশ্ব আকাশে উড়ে উড়ে শকুনেরা
কখন কোথায় পড়বে মানুষের খণ্ড খণ্ড লাশ।
সৃষ্টি ধ্বংসের এক অস্বাভাবিক লীলা চলছে
বিচারকের আঁকড়া গুলো ভরে গেছে অবিচারে
এ যেন সংহার কাল শুরু হয়েছে
মানবতা বিবেক সৎ শক্তি সব নির্বাক।
নি:ভৃতচারী এই সব শকুনেরা ও পৃথিবীর ই বাসিন্দা
আমি তুমি কেউ খুঁজছি না তাকে, সে কি নিরাশ্রয়?
যে ধর্মের আচ্ছাদ নে বেড়ে উঠছে তারা
একদিন ধ্বংস হবে সে ধর্মের হাতে ই।
জড় নিষ্পাপ বোমা,লোভি শোষক রা ই গড়ে
নিষ্ঠুর হৃদয়ের শকুন দের হাত হতেই পড়ে।
২৮/০৮/০৪ ইং
( কোন এক হত্যা যজ্ঞ নিয়ে লেখা )