আকাশে সাগর ভাসে
মাঝে মাঝে অট্র হাসে
সে হাঁসি বাতাসে মিশে
আমার লাগে ভয়
সাগর আর আকাশের
যুদ্ধ কেন হয়?
সাগর আর আকাশের
এ কি ভিসন দন্দ
সাগর ঝরে পড়ে কান্নায়
আকাশ সে বড় মন্দ।
সাগর উড়ছিল আকাশে
ব্যথা ভরা পৃথিবী দেখবে
জরা ব্যাধি ধুয়ে দিয়ে
শুষ্ক মরুর বুকে জাগাবে
নব প্রাণের জোয়ার।
আকাশ ভেবেছে ঐ নিচ সাগর
ভেসে ভেসে এসেছে নিতে আমার খবর
এতো টা সাহস ওর জল কণা হয়ে
খেলতে আসে আমার আলো আঁধার নিয়ে
চাঁদ আর সূর্য কে নিয়ত ঘুরিয়ে
আলো আর উত্তাপ পৃথিবীকে দিয়ে
আঁধারে মজা লুটি কাম গুরু হয়ে
আমার এ রাজ কাজে সে দেই বাধা
নিচ অসভ্য সে নির্বোধ গাধা।
এ সব করছে ঐ বাতাস চুপেচুপে
না হলে সে কেমনে আসে আমার মুলুকে।
নির্লজ্জ বাতাস সব বুঝে হাসে
আমার বজ্রনাদ লুকায় নি মিশে
এ তার খেলা ঘর সুখ পেতে যাযাবর
যেমন খুশি তেমন খেলে
খেলনা গুলো নিরুপায় ধুকে ধুকে মরে
সাগর আকাশে ভাসে
জীবন দিতে পৃথিবীতে আসে।।