মরা নদী চলে
চৈত্রে বুক জ্বলে
কিশোরী যত মেয়ে
খোপা র চুল খুলে
ভাসিয়ে নদী জলে
দুপুরের কালে
স্নানে দলে দলে।

দু পারে সবুজ মাঠ
হাঁ সে নদীর ঘাট
কচুরি র ফুলে ফুলে।

জল করে ঘোলা
করে তারা খেলা
করবে কে মানা
নৌকা টা বাঁধা
নেই মাঝি দাদা।

১৬/০৫/২০