আমার কোন প্রকাশনা নাই
তাদের দিকে তাকিয়ে ছিলাম
প্রকাশ যদি পাই
একটা লেখা তাদের করুণায়।

আমার লাঞ্ছনা গঞ্জনা বঞ্চনা হাহাকার
আমার ন্যায়নীতি প্রেমপ্রীতি প্রাণের চিৎকার
প্রকাশ হল না।

উদাস মনে যে টুকু ভাল বাসার কথা লিখেছিলাম
ধৈর্য ধরে যা কিছু পাওয়ার কথা লিখেছিলাম
তার সব টুকু প্রকাশ হল বাহবা পেলাম।

পুড়ে পুড়ে যে সব বর্বরতার কথা লিখেছিলাম
লুপ্ত করে দিলো সে সব ইতিহাসের পাতা
অসির থেকে মসি বড় লিখেছে যারা
তারাও হার মানল ওদের কাছে।

মনের অন্ধ ঘরে ধর্ম নামের দল
রক্ত ঝরায় তো করল সব বেদখল
ধর্মের জাঁতা কলে মানবতা গেলো মরে।
রাজত্ব করল কারা রক্ত না ঝরিয়ে?

জীবনের থেকেও রাজনীতি বড়, নীতির থেকেও ধর্ম
অন্ধ তোরা কি বুঝিস না পৃথিবী দু দিনের জন্য?

যুদ্ধে রাজত্ব মেলে প্রেমে মেলে হৃদয়
হৃদয় চাই না ওরা রাজত্ব ওদের বড়াই।
সিংহ বনের রাজা গায়ের জোরে মেতে
রাজত্ব করে গেলো দুর্বলের সাথে।

রাজ্য রইল পড়ে সিংহ গেলো মরে
পৃথিবী চিনল তারে পশুদের রাজা বলে।

মানুষের কোন প্রকাশনা নাই
সাম্য তা যা সু-শিক্ষা দিয়েছে তাই।