আমি ফুল কুড়ানী মেয়ে
বাবু রা আমার নাম দিয়েছে ফুল ভানু
মা গিয়েছে মরে বাবা গেছে ছেড়ে
স্বামীর সংসার জোটেনি কপালে।
আমি কাটা বিহীন পাপড়ি ছাড়া
বাবু রা ফুল ভাল বাসে
আমি যে ফুল ভানু তাই
আমার কাছে আসে
আমি ফুল কুড়িয়ে কাটা ভেঙ্গে
মালা গেঁথে দিই তোড়া সাজিয়ে
আমি দেখেছি শহরে ফুলের দোকান আছে
সেখানে চড়া দামে ফুল বিক্রি হয়
ঝাঁকে ঝাঁকে প্রেমিক প্রেমিকা আসে
ফুল কেনে নানা ঢঙ্গে সাজে
বলে এ নাকি ফুল নয় ভালোবাসা
ভালোবাসা বিক্রি হয়, শহরের দোকানে!
একটু মিষ্টি কথা দু মুঠো খাবার পেলেই
ডালি সাজিয়ে দিই।
আমার জন্য এই নাকি ন্যায্য পানা
বাবু রা বলে দাও দাও শুকিয়ে গেলে
কি মূল্য আছে তোমার ফুলে।