আরো কিছু ক্ষন
আরো কিছু ক্ষন তোমাকে দেখে যায়
ভালো করে এঁকে রাখি স্মৃতির পাতায়
তুমি ভুলে যাবে জানি আমার চিহ্ন খানি
রাখবে কি? কোন খানে তোমার খাতায়
আঁধার আকাশ দেখি জ্যোছনা র চাঁদ দেখি
নদী পথ মাঠ বাট ডাকে আমাকে সবাই
আশায় এ পথ চলি আনন্দে মেতে খেলি
কিছু স্মৃতি রেখে যেতে মন চাই তাই
বালিকার মাতা মাতি ধুলাবালি চড়–ই ভাতি
সত্য সবই চলছে সময়।
আমরা যন্ত্র গড়ি যন্ত্র নিয়ে লড়ি
এমনই খেলার মাঝে স্বপ্ন মায়ার ভাজে
কে যেন বেধে রেখেছে আমায়
স্বপ্ন ভরা সকাল দুপুর ক্লান্ত বিকাল
তোমায় ভেবে ভেবে পথ চলে যায়
পুনঃ পুনঃ দেখে চলি জীবনের অলিগলি
ভুল আর ব্যথা ভরা অতীত উল্টায়
মরচে পড়া ধার ঘসে তুলি আবার
নতুন স্বপ্ন নিয়ে বাঁচার আশায়
পাহাড় সাগর দেখি আঘাত আদর মাখি
কেউ মায়ের কোলে কেউ ধুলা তে গড়াই
আবার আসব ফিরে তোমার স্নেহ নীড়ে
স্নান সেরে তোমারই বুকে নেব আশ্রয়
বিদায় বেলায় চোখের দেখা দেখে যায়
তোমার চুলের ঘ্রাণে শীতল আঁচল পরে, একটু বসে যায়
যদি মুছে ফেলো সব দাগ আমার শত আঘাত
আমি ভুলব না ওগো তোমার সোহাগ
এমন আদর পেলে অপরূপ রূপ দেখে
সে দিন ও চিনব তোমায়।।
২৮/০৭/২০০৪