অশুচি বিছানায় আলো জেগে উঠে না
আমাকে দেখতে আসে না আলো
নিষ্ঠুর অন্ধকারে শুয়ে আছি আমি।
নির্জনে নি:শব্দ আঁধারের কোলে
চারি দিকে নির্জন মায়াবী আঁধার
আমাকে জাগাতে পারি না
জেগে উঠে আঁধারের সহচর কাম দেবতা।
তার সাথে মেতে শুয়ে থাকে কু শ্রী অলসতা
এখানে স্বাধীন শত্রু হীন কাম দেবতা।
অন্ধকারে মেতে থাকা নি:ভৃত কামে
আলো হাতে কে আসে, যন্ত্রনা নিয়ে।
আমি উন্মাদ হয়ে উঠি তন্দ্রার মাঝে।
সকালের আলো বড় অসহ্য
আমার কাম আধাঁর তাড়াতে চাই
বিছানা ছেড়ে দিতে বাধ্য হই।
অন্য কোন ধ্যান জ্ঞান নেই আমার
একাকীত্য আমাকে ধ্বংস করছে
হেরে যাচ্ছি আলসতার কাছে
আলো চাই একাকীত্যকে জয় করার।