শুনেছি তোমরা নাকি নিজেদেরকে
আধুনিক বলো?
বাপ-মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে বুঝি
আধুনিকতা মেনে চলো?
শুনেছি youtube দেখে নাকি
তোমাদের চোখে আসে জল?
আর বাড়ির পাশের ভিখারিকেই
বলো-"এই ভাগ!চল!"
শুনেছি তোমরা নাকি FACEBOOK এ নারী
সম্মানের গাও গান?
আবার রাতের কালোয় মুখ লুকিয়ে
বলো-"যাবে নাকি জান?"
এই কি আধুনিকতা?
নাকি শুধুই বরবরতা!!
শুনেছি আজকাল নাকি অ্যসিড ছুঁড়ে
ভালবাসা হয় প্রকাশিত?
বাহঃ সত্যিই আজ সমাজ আধুনিক,
অনেকাংশেই হয়েছে বিকশিত!
শুনেছি আজকাল বেটা নাকি বাপকে পেটায়?
মা-কে করে ঘর ছাড়া?
বাপ করছে মেয়েকে রেপ!পাশের লোক
মরলেও নাকি দেয়না কেও সাড়া!
আহাঃ এতো দারুন আধুনিকতা!
নাকি শুধুই বরবরতা!