ঐযে দেখা আঁধার রাতের
আকাশ জুড়ে তারা

তাইনা দেখে খুকুমণির,
মন জে পাগলপারা

বাইনা ধরে, বলত মামা?,
সূর্যি কেনো ওঠে,

রাত্রি শেষে ,ভোর হলে ওই
ফুল জে কেনো ফোটে?,

পাখির  ডাকে কিচির মিছির,
পোকার কেনো ঝিঁঝি,?

বলছি আমি, "শোন মামনি"
চলতো,জবাব খুঁজি?

সূর্যি যখন মাঝ আকাশে ,
দিন কে করে আলো,

সন্ধ্যা শেষে রাত্রি এলে
আকাশ  করে কালো

চাঁদমামা ওই উঠল যখন
জোৎস্না রাতের আলো

ওইজে হেথা  চাঁদ রে
খুকু  , দেখতে সাদা কালো,

ভাবছি তবে হারিয়ে যাবে
নিল আকাশের ঐদুরে,

ঐখানে ওই   জোছনা চাঁদের
সূর্যমামার রোদ্দুরের,