নিজেকে আমার কাছে
ক্ষতিকর প্রকাশের
সে চেষ্টায় তোমার
ছিল না কোনো ত্রূটি

হয়তো ভাবো স্বাভাবিক
প্রেম আজকাল অসহায়
পালাবো শুনে এসব
সাজানো খুঁটিনাটি

অতঃপর দূরত্ব বাড়িয়ে
রাখলে আমায় অভাবে
সয়ে মনের অত্যাচার তবু
বলবো না কিছু জবাবে

অপেক্ষা করবো শুধু তোমার
জানি হয়না প্রেম জোর করে
চারপাশে সবাই সুখে আছে
সুখ খুঁজি আজও আমার ঘরে