ভেবেছি যত থাকবো সঠিক
কষ্ট যেন এই জীবনের অধিক,
বুঝলাম সবই ভুল যে মনের
ছিলো না জীবন কখনো সুখের।  

কেমন যেন সব যাচ্ছে হারায়
নেইযে কোনো বিশেষ উপায়,
মাত্রই ছিল সবকিছু ঠিক
গন্তব্যহীন আমি বোকা নাবিক ।

শত চেষ্টাও বৃথা হয়েছে আজ
পালাবো ছেড়ে এই পৃথিবীর সাজ,
শেষটা তবুও করতে সঠিক
চাই না হতে আর ব্যার্থ পথিক।