কন্ঠস্বর নীচু হতে শুরু করেছে
জাগ্রত বিবেকের ঘুম পেয়েছে
শরীর আর মনে ক্লান্তি বাসা বেঁধেছে - তাই
চর্চা কমছে ।পোস্ট -কমেন্ট ,স্টোরি - স্ট্যাটাস, মিছিল
সব কিছু কমছে !
এই কয়টা দিনেই ক্লান্ত আমরা।  
আমরা ভুলতে চলেছি কিভাবে শুয়োরের বাচ্চা গুলো কুকুরের মত কামড় মেরেছে মেয়েটির শরীরে
কতটা নিষ্ঠুরতার সাথে শরীরের উপর
অত্যাচার চালিয়ে গলার স্বর থামানো হয়েছে
হার ভেঙ্গে ফেলা হয়েছে
প্রতিটা অঙ্গে-প্রত্যঙ্গে আঘাত করা হয়েছে
শরীরকে নিথর নিস্তেজ করা হয়েছে  ।
আমরা ভুলতে চলেছি ....

দুই হাত জোড়ে অনুরোধ যেন না করতে পারে
তাই মীরজাফরের মেয়ে ছিল তার হাত ধরে
তখন তার চোখের সামনে হয়তো ভেসে উঠেছিল
বান্ধবীর সাথে টিফিন ভাগ করার দৃশ্য
আর দুই চোখের কোন হতে গাল বেয়ে নেমেছিল
হয়ত এক বুক ঘৃণা মেশানো রক্ত !  
আমরা ভুলতে চলেছি ....

কতইনা ছটপট করেছে  সেই মুহূর্তে ,
রক্ত ঝরা চোখে তখনও হয়তো আশা দেখছিল
কেউ এসে বাঁচিয়ে নিবে ।
কেউ যখন আর আসেনি শরীর ঘিরে থাকা
কয়েকটা পশুর বন্ধন ভেদ করে
ঠিক তখনই, না না ,আরো একটু পর
মানবজাতির প্রতি ঘৃণা আর এক বুক অভিমান  নিয়ে
চোখ বন্ধ করেছিল ।

সব কিছুই ভুলতে চলেছি , ভুলে যাচ্ছি তার বাবা মায়ের
চোখের জল ,বুকের রক্তক্ষরণ
বেঁচে থাকার একমাত্র সম্বল হারিয়ে ফেলার পর
কেমন হতে পারে তাঁদের জীবন ।
সব ভুলতে চলেছি ।

আমরা ভুলতে চলেছি কিভাবে একজন মানুষ-বাঁচানোর
অঙ্গীকার নিয়ে ডাক্তার হওয়া মানুষকে বাঁচতে দেয়নি অমানুষ গুলো ।

লেখা - জুয়েল সেখ ...