আজ এক যুগ হলো তোমার ছেড়ে যাওয়া ,
ভালবাসতে পারিনি ,ভালবাসতে জানিনি
আরও কত তোমার অভিযোগ ,
প্রিয়তমা ,ভালোবাসা আসলে কী!
গত এক যুগের প্রতিটা রাত আমার
নিদ্রাহীন কেটেছে
বুকের ব্যাথা, চোখের জলে
গাল ভিজেছে
বুকে কষ্টের পাহাড় জমেছে
কেনো তবে ?
ভালো যদি নাই বাসলাম আজও কেন
তোমার মিথ্যে অপেক্ষা করি
আজও কেন তোমার খবর জানার জন্য ব্যাকুল হয়ে থাকি
কেনো এতো রাতে তোমার স্মৃতি ভেসে উঠছে
দুই চোখের সামনে
কেনো এসব লিখে চলেছি?
তোমাকে দেওয়া প্রতিটা কথা পালন করতে গিয়ে
নিজেকে হারিয়ে ফেলেছি
হারিয়ে ফেলেছি একটা গোটা যৌবন
তোমাকে খুঁজতে গিয়ে !
ভালোবাসা আসলেই কেমন হয় প্রিয়তমা ?
একটু বলবে ?

আমি তো কবিতা লিখতে চাইনি
রাত জেগে ডায়েরির পাতা ভরাতে চাইনি
সবই তো তোমাকে ভালোবাসার ফল
এর পরেও কিভাবে বোঝাবো কতটা ভালবাসি বল?

আমারও তো একটা সাধারণ জীবন ও ছোট্ট পৃথিবী
থাকতে পারতো যেমন আছে সবার ,
আমার কেন নেই, কেনো পাগলের মতো
মহাবিশ্বে নিজের অস্তিত্ব খুঁজে চলেছি তবে
কোন সুখের অসুখে মরছি আমি প্রতিনিয়ত ।

এখনও বুঝে উঠতে পারিনি তোমার ছেড়ে যাওয়ার কারণ
বুঝে উঠতে পারিনি তোমার কাছে ভালোবাসা বলতে
আসলে কী বোঝায় !!
তোমার সমস্ত অজুহাত ,মিথ্যে কসম ,মিথ্যে ভালোবাসা
আমাকে খুব কষ্ট দেয়  আজও -
কেনো উঁকি মারো আমার গভীর রাতের শান্তির ঘুমে
আমি তো ভালবাসতে না পারার কথা স্বীকার করেছি
তবুও এত অত্যাচার কেনো আমার উপরে ?

যেখানে আছো যার সাথে আছো ভালোবাসায় ভালো থেকো।
বিনীত নিবেদন , ভালো না বাসতে জানা
এই অধম প্রেমিকটাকে
একটু ঘুমাতে দাও শান্তিতে
একটু বাঁচতে দাও।