তিন দিন পর বছর তিন হবে তোমার সাথে শেষ দেখা ,
আজও ডায়েরি জুড়ে শুধু তোমায় নিয়ে লেখা ।
প্রতি রাতে অল্প করে মনে পড়ে যাও ,
চোখের কাছে আসতে থাকা ঘুম কেড়ে নাও ।
প্রশ্ন করতে হাজার বার ,কেনো তোমায় নিয়ে লিখিনা ,
আজ দেখো প্রিয় , তোমায় ছাড়া লিখতেই পারি না ।
আমার প্রতিটা মুহূর্তে তোমার বাস ,
তোমার সব মুহূর্ত ঘিরে অন্যজন , আমার দীর্ঘশ্বাস !
তিন দিন না দেখে থাকতে না পারা আমি টা ,
তিন বছর দেখিনা তোমায় ,হিসেব করে দেখেছো ? তিন বছরে "তিন দিন " হয় কয় টা ?
ডায়েরি নিয়ে বসলেই কবিতা হয়ে যায় আজকাল ,
দুঃখ শুধু একটাই ,সব কবিতা ঘিরে মিথ্যা প্রেমের শব্দজাল ।
আচ্ছা তোমার চিন্তা ভাবনায় জোর করে
একটু খানি যদি ঢুকে গিয়ে বিরক্তি করি ,
সহ্য করতে পারবে ? পারবে না ।
তাহলে আমার চিন্তা ভাবনা তে কেন রানী হয়ে বসে থাকো সর্বদা ? বলতে পারবে ? পারবে না ।
জানো মাঝে মাঝে এসব উদ্ভট প্রশ্ন ছাড়া ,কোনো অভিযোগ নেই তোমার তরে ,
সমস্ত কিছু নিয়েছি মেনে , না চাইতে পাওয়া সব কষ্ট করেছি পার নিজের মতো করে ।
কীসের দোষ কার নামে?কোন বা ঠিকানায় ?
কখনো জায়গা থাকে না খামে কখনো বা অসহায় -
হয়ে ফিরে আসি নিজ ভুবনে ।
ভাঙ্গা বাড়ির ঢিলে ভরা উঠোনে ।
কত টা গ্রাস করেছো আমার জীবন ,মন
দেখো কি সব উল্টো পাল্টা লিখছি সর্বক্ষণ ।
দোষ দিতে চাইনা বলছি ,
আবার অভিযোগ পাঠানোর ঠিকানাও খুঁজছি ।
কত পাগল আমি বলো !
বিশ্বাস করো ,গত তিন বছরে এলোমেলো জীবন নিয়ে পথে ঘাটে ,বস্তি থেকে শহর এবং শহর তলিতে ঘুরছি ।
ভাঙ্গা মন আর এলোমেলো জীবন ,একাকী বয়ে বেড়ানো ,বড্ড কষ্টের রে প্রিয় ।
প্রতি টা মুহূর্ত নিজের সাথে নিজে লড়াই করে বাঁচা বড্ড কঠিন ,
তুমি জেনে শুনে দুই এর মাঝে যুদ্ধ লাগিয়ে অন্য জগতে হলে বিলীন ।
অন্য জগতে হলে বিলীন ।