আমি কখনও তোমাকে ভালবাসতে পারিনি
তোমার পাশে প্রিয়জন হয়ে দাঁড়াতে পারিনি ।
পৃথবীর সব থেকে বড় অধম প্রেমিক আমি
যাকে নিঃস্বার্থ ভাবে ভালোবেসেছিলে তুমি
পরিবর্তে চেয়েছিলে একটু আদর ভালবাসা -
পূর্ণ করতে পারিনি এইটুকু মাত্র তোমার আশা ।
আমি বড্ড স্বার্থপর , তোমার ভালোবাসা নিয়ে
নিজেকে ভালো রেখে চলেছি প্রতিটা মুহূর্ত
অথচ দেখো,তুমি কতটা লাঞ্ছিত বঞ্চিত ।
ডায়েরির পাতায় বা ছন্দহীন কবিতায়
তোমার নাম নেওয়া হয়নি কখনও ।
কখনও কাঠ গোলাপ বা পলাশফুলের গন্ধে
তোমার মন ভরিয়ে দেওয়া হয়নি ।
অথচ শতভাগ আমার উচিৎ ছিল
তোমাকে আমার সব ভালবাসা প্রেম দেওয়ার ,
পারিনি ,কিছুই পারিনি ।
তোমার বুকের রক্তক্ষরনে
ঝড় উঠে যাওয়ার কথা ছিল আমার মনে
ঝড় সে তো দূরের কথা,একবারও ভাবিনি তোমার কষ্টের পরিমাণ কতটা হতে পারে !
তোমার রক্ত মাখানো চোখের জলে
আমাকে ভাসিয়ে নিয়েছিলে
কিন্তু ডুবে যাওয়া উচিৎ ছিল তোমাতে ,
পারিনি , আজও তবু রেখেছো তোমার ক্ষমাতে ।
তবে সমস্ত কিছুর পরেও শুধুমাত্র যেটা পেরেছি ,
সেটা হলো স্বীকার করতে,যেটা আর কেউ কখনও পারেনি ।