আজ সমস্ত ক্লান্তি,কষ্ট, যন্ত্রণা লড়াই শেষ ।
হাসিমুখে সবকিছু থেকে ছুটি নিলাম ।
এক লম্বা ছুটি , ভ্রমনের গন্তব্য না ফেরার দেশ।
হঠাৎ করে চলে যাওয়ার খবর পেয়ে
কেঁদো না তোমরা ।
সবার হাসিতে আমার বিদায় হোক ।
আমার দুটো ফুলের গাছের যত্ন নিও তোমরা
জল দিও সময় মত ।
চাঁদের সব থেকে কাছের নক্ষত্র হয়ে আমি থাকবো
সময় পেলে চোখ তুলে দেখিও আমার পানে ।
প্রিয় তোমাকে গোলাপ ফুল দেওয়া হয়নি কখনও
রাগ করিও না , একটা গোলাপের চারা নিয়ে যেও
আমার ছোট্ট নার্সারি থেকে ।
সুখের অসুখ হোক তোমার , শান্তির ক্লান্তি জাপটে ধরুক
একটা গোটা জীবন তোমার ভালবাসায় কাটুক ।
তোমাকে তোমার মত করে ভালোবাসতে না পারার ব্যর্থতা
সীমাহীন কষ্ট দিচ্ছে ,ক্ষমা করে দিও ।
তোমাকে কবিতায় শব্দের রংতুলিতে পারিনি আঁকতে
তোমার জন্য কবিতা কাব্য পারিনি লিখতে -
ক্ষমা করে দাও শেষ বেলায় ।