আমি কবি নই,লিখতেও পারবো না তোমায় নিয়ে কবিতা ,
গুছিয়ে শব্দ সাজিয়ে বলতেও পারব না মনের কথা ।
জানিনা ,কি লিখছি ,কোথায় হবে শেষ
তবে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি ভুল যদি হয় বিশেষ।
জানো ,তোমাকে ভালো লাগে আমার ভীষন ,
তোমার চলা ফেরা ,মিষ্টি হাসি ,গলার স্বর ,নরম মন
সব কিছুই আমার ভালো লাগে ,
তোমাকে ঈশ্বর খুব যত্নে বানিয়েছে ,
নাক,ঢেউ খেলানো চুল ,কাজল কালো হরিণীর মত চোখ
সে চোখে কত প্রেমিক ডুব দিতে মরিয়া
কত প্রেমিকের ডায়েরির পাতায় ছড়িয়ে আছো তুমি
কতজনের মনে তোমার বাস !
কত প্রেমিকের স্বপ্ন তুমি , কতজনের তোমার চোখে সর্বনাশ !
তোমাকে দেখলেই একটা সুন্দর অনুভূতি মনে জাগে ।
আমি বড্ড ভাগ্যবান ,এই জনমে পেয়েছি তোমার দেখা ,
আফসোসও হয় ,কাছে থেকেও হয় না কাছে থাকা ।
তুমি জীবনানন্দের যুগে জন্মালে ,তিনি তোমায় নিয়ে
কবিতা না লিখে পারতেন না ,
তুমি লিওনার্দো দ্য ভিঞ্চির যুগে জন্মালে
' প্রীতি ' হতো তার শ্রেষ্ঠ চিত্রকর্ম, মোনালিসা না ।
তোমায় নিয়ে কত গান বাঁধত রবি ঠাকুর,নজরুল
তুমি জানো না ।
তোমাকে শুধু দেখতে ইচ্ছা করে ,
সামনে আসলেই হার্টবিট যায় বেড়ে ।
জানো , কত কথা জমে আছে মনের মধ্যিখানে
কত বার চেয়েছি বলতে, কিন্তু বলতে পারিনে।
ভয় হয়, যদি তিরস্কারের তীর ছুটে আসে ,
তবে এই ছন্দহীন,এলোমেলো কবিতায়
জানিয়ে দিলাম ,সারাজীবন তোমায় যাবো ভালোবেসে ।
অন্যকারো মত ইমপ্রেস করতে পারবো না ,ইচ্ছাও নেই
ভালোবাসি বড্ড , ইমপ্রেস করে কাছে টানতে নেই ।
সহজ সরল অতি সাধারণ একজন মানুষ আমি ,
তবে কথা দিতে পারি, অসাধারণ এক প্রেমিক পাবে তুমি ।
একবার ভালোবাসে কাছে এসে দেখো
আদর যত্নে রাখবো তোমায় ,
ঝড় বৃষ্টি প্রখর রৌদে ডেকে দেখো
সবার আগে পাবে আমায় ।
জানিনা কতটা সুখ দিতে পারব, তবে শান্তি হবে না নষ্ট
আনন্দে মাতিয়ে না রাখতে পারলেও ,দেব নাকো কষ্ট ।
অন্য সবার মত চাঁদ এনে দেওয়ার মিথ্যে প্রমিজ
বা তোমাকে ছাড়া মরেও যাবো ,এসব বলবো না ।
কী যে সব লিখে ফেললাম জানিনা ,
তবে তুমি আমার প্রেমের দেবী
আর আমি প্রেম-পূজারী তোমায় নিয়েই উপাসনা ।
সর্বক্ষণ তুমি আমার ভাবনায় ,
লিখতে বসলে খাতার পাতায়
অজান্তেই প্রীতি নামটি লেখা হয়ে যায়,
পড়তে বসলে তোমার নাম মুখে উচ্চারিত হয় ।
আমি বড্ড ডুবে রয়েছি তুমি নামের সাগরে,
অনুরোধ , এই জন্মে তোমাতেই ডুবে থাকতে দিও
প্রিয় !
তুমি আমার হও বা না হও,আমি তোমার হয়ে গেছি
তোমার নাম সারাজীবনের মত মনে গেঁথে নিয়েছি ।
জানিনা ,তোমার উত্তর কী হবে ,
তবে, একতরফা ভালোবেসে একটা গোটা জীবন বাঁচা যাবে।