দেখতে দেখতে একটি বছর হলো পার ,
ঝগড়া দিনে হাজারবার ,দিন শেষে প্রেমের বাহার ।
একটি বছরে কত কিছু পেলাম করিতে অক্ষম বর্ণনা,
এক কথায় বলা যায় , আমি এতো ভাগ্যবান না ছিলো জানা ।
ছেচল্লিশ বার রেগে যাওয়া তোমার ঘন্টা প্রতি ,
ব্যর্থ ঊনষাট বার সে রাগ ভাঙাতে আমি ।
প্রতি টা মুহূর্ত তোমার খেয়ালে রাখো আমায় ।
না জানি আমার খেয়ালে কত ট রাখতে পারি তোমায় ।
কত রাত ঘুমাই নি দুজন -
কত বার একে ওপরের ভেঙেছি মন ,
রেগে "আজ থেকে সব শেষ" -
বলার পরেও না ছাড়তে পারা কথা বলার অভ্যেস ।
হয়তো এগুলোই টক ঝাল সম্পর্ক !
এগুলোই টান ,এগুলোই বাড়িয়েছে ভালোবাসার পরিমান ।
প্রতিদিন একশো এগারো টা অভিযোগ ,
তেত্রিশ টা মানিয়ে নিতে গিয়ে হাঁফিয়ে ওঠা "আমি!"
প্রতিদিন হ য ব র ল -এর বাড়তে থাকা পরিমান ,
এক নিমেষেই সব কিছুই তোমার দ্বারা সমাধান ।
পুরুষ মানুষ কাঁদে না ,শক্ত মনের বড্ড ,
কাঁদিয়ে আমায় এসব প্রবাদ বাক্য করেছো লন্ডভন্ড।
সে কান্না মধ্যেও ছিলো সুখ ,নিজের ভুল শুধরানো আলোর ছটা ,
পুরো পুরি শুধরাইনি এখনো ,তবে বলতে পারি
বদলে গেছি অনেক টা ।
তোমায় নিয়েও বলি কিছু ?
হোক তোমারও সমালোচনা ?
তুমি মোটেও ভালো না ,
রাগ ভাঙাতে এসে নিজেই করে বসো রাগ ,
"সরি " সে তো দূরের কথা , থাকে না চেহারায় অনুরাগ ।
তুমি বড্ড বাজে ,তুমি বড্ড অভিমানী
তবুও দুজন দুজনার এই টুকু শুধু জানি ।
একটু প্রশ্ংসা প্রিয় তোমার জন্য বলি কিছু কথা তবে অন্তে ?
তোমার জন্য এই পাগল প্রেমী ঘুমায় নিশ্চিন্তে ।
দুশ্চিন্তাহীন মাথা , ঘুমন্ত চোখ, শান্ত হৃদয় ,
এসব তো তোমার দেওয়া রাতের সেরা উপহার ।
কজন প্রেমিক পায় এমন রজনী?
যে রজনী তে প্রেমিকাকে সন্দেহ করেনি?
ঘুমিয়ে যাও বললেই হুর হুর করে ছুঁড়ে দেয় প্রশ্ন ,
আমাকে কখনো করতে হয়নি এসব নিয়ে প্রশ্ন ।
অন্ধ বিশ্বাস ? মোটেও না ,
তুমিই ভালো ,খারাপ না ।
ফেসবুক ইন্সটা প্রোফাইল নিয়ে ঝগড়া তাদের থামে না,
এই দিকে দেখো ,তোমার ফোনে এসবের কিছুই থাকে না ।
মুখোশধারী মানুষের ভিড়ে ,কলঙ্ক মাখা সমাজের যুগে ,
একই টানে একই ভাবে রেখেছো যত্নে আমায় রাগে -অনুরাগে ।
কত সবাই তোমার মাথায় হিজাব দেখে উড়িয়েছে মজা,
সব কিছু ছাড়িয়ে আজও চলেছো জীবনের পথে সোজা ।
দেখো মডার্ন যারা করেছিল দাবি , মন ভেঙে চুরে
বন্দী তারা ব্দ্ধঘরে ।
তুমি সেরা ,তুমি জয়ী ,তুমিই তুমি ,
তোমায় নিয়ে আর কিই বা বলব আমি !
সমালোচনা হলো তার সাথে প্রশ্ংসা , প্রেম বাদ দিলে জমবে ?
দেখো এবার শব্দে শব্দে প্রেমের কাব্য রচিত হবে ।
তোমার চুলে আঁচর কাটবে দশ আঙ্গুল,
কপালে স্পর্শ করবে ভেজা ভেজা ঠোঁট
নামতে নামতে ঠোঁট এসে পৌঁছে যাবে তোমার লাল গোলাপের পাঁপড়ির মতো ঠোঁটে
হাজার বছর ধরে দুই ঠোঁট এক হয়ে রবে
হাজার বছর ধরে ।