আজ ঘুমাতে পারিনি ,
আরো কয়েকটা রাত এভাবেই কাটবে জানি ।
এত অপমান গায়ে মেখে - ঘুম কি আর আসে চোখে !
হাজার মানুষের ভিড়ে - নির্বস্ত্র করে
ধর্ষণ করছিলে যখন আমার মান সম্মান
নির্বাক হয়ে চেয়ে ছিলাম তোমার চোখের পানে ।
গলা উঁচিয়ে দুটো শব্দ বলার ক্ষমতা থাকলেও ইচ্ছে হয়নি
বিশ্বাস করো ,তুমি কত টা মিথ্যেবাদী কেউ জানেনি ।
সত্য বলে অপমানের তীর আমিও পারতাম ছুঁড়তে,
ভালোবাসি , কীভাবে পারি তোমাকে ছোট করতে !
তুমি এগিয়ে যাও তোমার পথে
চড়ে সম্মানের শিরোপা সজ্জিত রথে
পিছু ফিরে একটিবারও হবে না চাহিতে ।
তোমার মিথ্যে আবৃষ্ট অভিনয় ছলনা
কেউ জানতে পারেনি, জানবে না ।
বদলে যেতে দেখেছি আকাশের রং ,মেঘ
বইতে থাকা বাতাস ,রবির কিরণ ।
এসবের কাছে তোমার বদলে যাওয়া বড্ড ক্ষিন ।
মেনে নিয়ে ,মানিয়ে নিয়ে আমি বাঁচতে পারি ,
আমি পাথরের মত শক্ত
ঝরছে চোখে অদৃশ্য রক্ত
তবুও এক ফোটা জল তোমার নামে পড়বে না ।
কথা দিলাম, দোয়াতে রাখবো তোমায় অভিশাপে না ।
একটু দেরি হলো শুধু বুঝে উঠতে ,
কেউ কথা রাখেনি ,কেউ কথা রাখে না
কেউ কারো থাকেনি ,কেউ কারো থাকে না
শুধু অবশেষে থাকে অবজ্ঞা অপমান আর একাকীত্ব
আমিও থাকবো , না না না আমি থাকবো না একা
আমার সাথে থাকবে মদ, সিগারেট ছেঁড়া ডায়েরি আর
কোমর ভাঙ্গা কালি ফুরিয়ে আসা কলম।
ক্ষমা করে দিয়েছি সেই মুহূর্তেই মন থেকে ,
যখনি দেখেছি অবজ্ঞা অপমান তোমার চোখে ।
রাগ অভিমান ? এসব পুষে রেখে বাড়াবো তোমার দাম ?পাগলী ,বেনামে তোমায় এই কবিতায় করলাম নিলাম ।
ভালো থেকো ।