আমি মিথ্যে হাসি মিথ্যে সুখে ডুবে থাকি
কষ্ট বুকে হাসি মুখে সবার মাঝে মিশে থাকি ।
"খারাপ লাগে না আমার '' বলি এই কথা
হাজার জনের বিদ্রুপ আর ঠাট্টা যখন জমায় বুকে ব্যাথা ।
কষ্ট বাড়ে,বাড়তেই থাকে সন্ধ্যার পর যখন নামে গভীর রাত ,
নিজের সাথে লড়াই করতে করতে ততক্ষণে আমি কুপোকাত ।
আজও তোমায় মিথ্যে বললাম যখন দেখা হলো ট্রেনে
তোমার বলা কথা গুলোও সব কথা সত্যি নয় বুঝলাম ।
কেউ একজন জিজ্ঞেস করেছিল , বৃষ্টি আমার কেমন লাগে
রোদ কুয়াশার দ্বন্দ্ব লাগলে কেমন অনুভূতি জাগে !
"বৃষ্টি ভালো লাগে না আর রোদ বৃষ্টির দ্বন্দ্ব,ঝামেলা
এসব আমি বুঝি না "উত্তর দিয়েছিলাম ।
তুমি জানো আমি সব জানি , আমি জানি রোদ কুয়াশার দ্বন্দ্ব
আমি জানি মেঘ বৃষ্টির সম্পর্ক, আলো আঁধারের লড়াই
দেখেছি কত দুজনে এক সময় ।
তবুও একের পর এক সত্য কে মেনে নিয়ে মিথ্যের মুড়ে দিয়েছি নিজের জীবন ।
আমি মিথ্যুক , সর্বদা মিথ্যে কথা বলি
আসলে সত্যের সমুক্ষীন হওয়ার ক্ষমতা আর নেই
কেড়ে নিয়েছ বহুদিন আগেই ।
বাস্তবতার সাথে লড়াই করে বেঁচে থাকার এক মাত্র উপায়
মিথ্যেকে আগলে নিয়ে চলা তাই
আমি মিথ্যুক ।
আমি মিথ্যুক ,তুমি মিথ্যুক এমন হাজার হাজার মানুষ
মিথ্যুক ,শুধু মিথ্যে কথা দিয়ে নিজের কষ্ট ঢেকে রেখেছে।
আমাদের সবার জীবন ,মিথ্যে স্বপ্নে ,মিথ্যে আশ্বাস আর ভরসায় টিকে আছে ।