কন্ঠ করো নীচু

কন্ঠ করো নীচু ভাই কণ্ঠ করো নীচু
জোরে কথা বললে পরে পুলিশ করবে পিছু ।
প্রতিবাদ প্রতিরোধ করতে তুমি পারবে না ,
করেও যদি ফেলো পরে তুমি বাঁচবে না ।
তাই কণ্ঠ করো নিচু তুমি কণ্ঠ করো নীচু ।

মুল্য বৃদ্ধি হচ্ছে সবজির , পাচ্ছে টাকা মহাজন ,
ধান লাগাতে ,ফসল ফলাতে নিচ্ছে কৃষক লোন ।
রাসায়নিক সার , বিষের দাম আকাশ ছোঁয়া ?
ফসলের বীজের দাম শুনে যাচ্ছে নাকো হাত দেওয়া ?
রাগ হচ্ছে ? কষ্ট হচ্ছে ?হোক তবুও -
কন্ঠ করো নীচু তুমি কণ্ঠ করো নীচু ।

অসুস্থ বাবা মা তিলে তিলে মরে যাক
চিকিৎসার অভাবে ,টাকার জোগাড়ে ,
শখের বাইক বন্ধ হয়ে অচল হয়ে থাক ,
গ্যাস সিলিন্ডার খালি হয়ে পড়ে থাকুক ঘরে
তবুও তুমি,কণ্ঠ করো নীচু ভাই কণ্ঠ করো নিচু ।

রাগ হলে কান্না করো ,কষ্ট হলে দরজা বন্ধ ,
জীবন তো ভাই কেটেই যাচ্ছে ভালো কিংবা মন্দ
কণ্ঠ করো নীচু তুমি ,কণ্ঠ করো নীচু ।

কণ্ঠ শুধু উঁচু করবে  যখন ভোট আসবে
মিটিং মিছিলে যাবে ,
চেঁচিয়ে তখন বলিও ," ভোট দিন ভোট দিন "
অমুক চিহ্নে তমুক চিহ্নে ভোট দিন ।

ভোট শেষ হওয়া মাত্রই বোবা হয়ে যেও
কারন বোবা হয়ে এই দেশে বাঁচাটাই শ্রেয় ।