খুব জানতে ইচ্ছে করে
কেমন আছো তুমি
দিন কাটে এখন তোমার কেমন করে
খুব জানতে ইচ্ছে করে....
বর্ষা-বিকেলে যখন বাদল ঝরে
আমার কথা কি তোমার মনে পড়ে
খুব জানতে ইচ্ছে করে- খুব জানতে ইচ্ছে করে....
গভীর রাতে যখন তোমার তন্দ্রা নাহি আসে
জানালা খুলে দু-নয়ন মেলে -
চাও কি আকাশের পানে
গাও কি বিরহের গান মনে মনে
নাকি রাত হয় পার স্বামীর সাথে প্রেমের গল্প করে
খুব জানতে ইচ্ছে করে- খুব জানতে ইচ্ছে করে...
একলা যখন থাকো তুমি কাজ নাহি রয় হাতে
দু-একটি শব্দ কি লিখো আমার জন্য-
তোমার ওই ধূলোমাখা ডায়েরীতে
খুব জানতে ইচ্ছে করে - খুব জানতে ইচ্ছে করে।
এত দুরত্ব ;তবুও যদি হঠাৎ করে
দেখা হয়ে যায় সেই স্টেশন চত্বরে
কিংবা সেই পুরোনো খেয়া ঘাটে
মুখটি তুলে তাকাবে একটিবার আমার পানে
নাকি ব্যস্ততার অজুহাতে
অথবা নতুন ভালোবাসার টানে
দূরে যাবে সরে
খুব জানতে ইচ্ছে করে - খুব জানতে ইচ্ছে করে।