পোশাক যদি ধর্ষণ বা খারাপ অবস্থার সৃষ্টি করে
তবে আট বছরের মেয়েটার সাথে এমন হলো কী করে
বাড়ির বাইরে বেরোনো যদি দায়ী হয়,
তবে ষাট বছরের বৃদ্ধা তো বাড়িতেই ছিল
এটা ঘটলো তবে কেমন করে।
ওই মেয়েটা যে কিনা পশুদের চিকিৎসা করে
ফিরছিল বাড়ি জানিয়েছিল বাড়িতে ফোন করে
ঠিক তখনই ,বাইকের টায়ারের সমস্যা দিলো দেখা
সাহায্যের হাত চেয়েছিল, চায়নি সে অগ্নিশিখা
নির্মম অত্যাচার, ভয়ানকভাবে করলে অগ্নিদগ্ধ
মানুষ রূপে পশু আছে সে যদি জানত
তাদেরও চিকিৎসার দ্বারা মানুষ করত ...হয়ত..!!

যদি মেয়েদের পোশাক, রূপচর্চা দায়ী হতো
তাহলে রাস্তার ধারের ময়লা পোশাকের পাগলি টা বেঁচে যেতো, যদি একাকি চলাফেরা দোষের হয়,
তাহলে স্বামীর সাথে থাকা দিদি তো দোষী নয় ।।

দোষ তবে কার ?