বড্ড ইচ্ছে করে
একটুখানি কথা বলি
তোমার সাথে রাত দুপুরে
শুনবে তুমি চুপটি করে।
ইচ্ছে করে দেখা করি
সামনে গিয়ে দাঁড়িয়ে পরি
আর জোর কন্ঠে বলি
ভালো নেই তোমায় ছাড়ি।  
ইচ্ছে করে নিজের কাছে বেঁধে রাখি
তোমার সাথে সুখে থাকি
ঘর বাঁধি নদীর তীরে
ছোট্ট একটা ঘর আর
তোমায় নিয়ে সুখের এক সংসার।  
ইচ্ছে করে কাটিয়ে ভয়
ছারখার করে দ্বিধা - সংশয়
এবার তোমায় বলেই ফেলি -
ভালবাসি ,
চলো না হয় কোথাও চলি
এসব  কল কারখানার ঘন ধোঁয়ায়
কিংবা  যানবহন ভরা রাস্তার ধুলোয়
অসুখ বাড়ছে আমার !