আমিও চেয়েছিলাম কেউ একজন খুব করে ভালবাসুক ,
আমার মন খারাপের খবর রাখুক ।
পলাশবনে হাতে হাত রেখে হাঁটতে থাকুক
এক সাথে আকাশে ভাসতে থাকা মেঘ দেখুক ।
কেউ একজন আসুক
একটু পাশে বসুক
মন খারাপের কারন জানুক ।
ক্লান্ত শরীরের ঘুমিয়ে পড়ার পর মাথার নিচে বালিশ রাখুক,
মদের নেশায় বিভোর থাকাকালীন পায়ে থেকে যাওয়া
জুতো জোড়া খুলে নিক ।
দেখে নিক পকেটে ওয়ালেট আর মোবাইল টা আছে কি না ।
জেনে যাক আজকের ড্রিংক করার কারন ,
পছন্দ না হলে চোখে জল ছিটিয়ে জাগিয়ে তুলে
করুক বারন ।
মাথায় বয়ে বেড়ানো হিজিবিজি চিন্তার
কমিয়ে দিক ভার ,
ছুঁয়ে যাক তার কোমল হাত পুরো শরীর আদর ভালোবাসায়
শক্ত করে জড়িয়ে ধরে বুঝিয়ে দিক ,আমি একা নই ।
অসুস্থ শরীরে বিছানায় থাকা অবস্থায়
পছন্দের খাবার নিয়ে হাজির হোক ।
কপালে একটু হাত রাখুক ,
চুল ফেরে যাক তার পাঁচটা আঙুল ।
সিগারেটের ধোঁয়া তার সহ্য হয় না বলে অভিযোগ করুক ,
সবে মাত্র কেনা নতুন সিগারেটের বাক্স ছুঁড়ে ফেলুক ।
তবুও শেষে কানের কাছে সুন্দর মুখশ্রী নিয়ে এসে
হালকা স্বরে মধুর কন্ঠে বলুক , " ভালবাসি ।"
ঘণ্টায় ঊনষাট বার অভিমান করুক ,
তেত্রিশবার ব্যর্থ হওয়ার পর একবার সফল হোক
আমার অভিমান দুর করার প্রয়াস ।
রাজনীতি ধর্ম দর্শন ,অর্থনীতি নিয়ে কথা হোক ,
আমার অপছন্দ নেতার সুনাম করুক ,
ঝগড়া হোক
তবে সব ভুলে যাক পৌঁনে দুমিনিটের মধ্যে ।
কেউ একজন আসুক ,
ভালবাসুক । সর্বোপরি পাশে থাকুক ।