একটা দীর্ঘ যুগের ব্যবধানে আবারও যখন দেখা হবে
জানি তুমি আর তুমি থাকবে না , অনেকটাই পাল্টে যাবে ।
পাল্টে যাবে তোমার আনন্দ ও খুশির কারন
বদলে যাবে ভালো থাকার ব্যাকরণ।
ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া বা তর্কের ইচ্ছা গুলো
মূর্ছা যাবে ।
ততদিনে দুজনের দ্বারা হাজার মুহূর্ত এক করে গড়ে ওঠা
স্মৃতি গুলো মন হতে মুছে আসবে ।
চোখে চোখ পড়া মাত্রই না দেখার ভান করে
আশে পাশের কোনো ঘটনায় মনোনিবেশ করে
পুরোপুরি না পাত্তা দেওয়ার চেষ্টা ব্যর্থ করতে
তোমার নাম ধরে ডাকব একবার । হুম মাত্র একবার ।
তড়িঘড়ি অস্বস্তিবোধে নিজেকে ভিড়ের মধ্যে হারানোর
চেষ্টা তোমার সফল হবে ।
তখন আর তোমার পিছু নেওয়ার মতো বদমাশ আমি নেই ।
সময়ের সাথে সাথে তোমার মত নিজেকেও
বদলে ফেলছি অনেক আগেই ।
প্রতিটা পায়ের পদক্ষেপে বাড়বে দুরত্ব ,
সব কাজ সেরে বাড়ি ফেরে আয়নার সামনে দাড়িয়ে
চিৎকার করে কান্না করার ইচ্ছা হলেও ক্লান্তি
তোমার গলা চেপে ধরবে ।
অনেক দিন পর ,এক যুগের ব্যাবধানে তোমার সাথে
একদিন দেখা হবে । কথা দিলাম দেখা হবে ।