সারা বিশ্ব এখন দাপিয়ে বেড়াচ্ছে " করোনা!"
প্রতিটি মিনিটে মিনিটে মৃত্যু - সংখ্যা বেড়েই চলেছে।
সবাই ঘর বন্দী, যদিও কেউ রাস্তায় অভুক্ত আছে
এই তো কিছুক্ষন আগের ঘটনা,
দেখলাম, কয়েকটি কুকুরের চোখে জল
তারাও অসহায় হ'য়ে ঘুরছে এদিক ওদিক,
কিছুদিন আগে শুধুই হিন্দু - মুসলিম,
একে - অপরের প্রতি নিন্দা ভরা
রচনা লিখছিল সোশ্যাল মিডিয়াতে,
আজ সবার আলোচনা ,
শুধুই "করোনা" আর "করোনা!"
রাজনৈতিক প্রতি হিংসা ,
ধর্মীয় আবেগ ,আজ হেরে গেলো
মানবিকতার বিবেকের কাছে।
কিছুদিন আগে, যেসব মানুষ গুলো
মারামারি,দাঙ্গার হুমকি দিচ্ছিলো,
আ নিজেও তারা আতঙ্কিত ।
যেসব নতুন প্রেমিক প্রেমিকা,
সকাল সন্ধ্যে প্রেমে ছিল মগ্ন,
সোশ্যাল মিডিয়া মাতিয়ে রাখতো
রোমান্টিক আর ব্যর্থ প্রেমের কবিতা আর ছন্দে,
তারাও এখন উপরওয়ালা কে ডাকছে সকাল সন্ধ্যে।
সবাই আজ বুঝে গেছে,
নিজের জীবনের দাম,
যে মেয়েটা ,আত্মহত্যা করতে চেয়েছিল
আজ সেও বলছে," করোনা, আমার থেকে দূরে থেকো।"
যে ছেলেটা, জীবনে বারবার ব্যর্থ হয়ে,
নিজেকে তিলে তিলে শেষ করছিল,
আজ সেও বলছে," অনেক কিছু করার আছে,
"করোনা" এর আতঙ্ক কেটে গেলেই,
মন দিয়ে কাজ করবে।'
যে ছেলেটি প্রতিদিন দুষ্টুমি করত,
বাবা মা বোকা দিত, কথায় কথায়
বাড়ি থেকে বেরিয়ে যেতে বলত,
সে ছেলেটি আজ শান্ত হয়ে ঘরের কোণে
বসে থাকে সারাদিন আনমনে,
বাবার মুখও বন্ধ।।