কিসের বিজয়? কিসের স্বাধীনতা?
যেখানে আজও দিন দুপুরে আমার বোন হয় ধর্ষিতা!
আত্মহত্যা বাড়ে কৃষকের
নরক হয় জীবন মধ্যবিত্ত শিক্ষিত যুবকের।।
ফেলে রাজিনীতির যাঁতা কলে
নেতা পিষে সাধরণ মানুষ দলে দলে ।।
পিতা দিলো রক্ত স্বাধীন করতে দেশ,
কন্যা পাইনা স্বাধীনতা, বাড়ছে হিংসের রেশ ।।
সাহায্যের কথা বলে, ছুঁয়ে যায় নারীর শরীর,
অভিযোগ করলে পরে,ছুটে আসে অপরাধের তীর।।
দেশ জুড়ে চলছে দুর্নীতি , রাজ কোষ ফাঁকা,
এদিকে দিব্যি হচ্ছে পাচার কোটি কোটি টাকা ।
অন্য দিকে, ধর্মের অনুশাসন
"নারী তুমি , বাড়ির বাইরে বেরোনো বারণ।"
পথে পথে বাধা, আছে নিয়ম হাজার আরও
আরে বাবা মানুষ তারাও, এটাতো ভাবতে পারো ।।
যেদিন বোন রাত দুপুরে ফিরবে বাড়ি একা,
কৃষক মরবে না, দুর্নীতি চলবে না
উচ্চ কণ্ঠ পাবে বাক-স্বাধীনতা
সেদিন আর মনে করিয়ে দিতে হবে না
তোমার আগেই ধরবো আমি দেশের পতাকা ।।
কলমে - জুয়েল সেখ